ইউনিয়ন পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালনা করা। গ্রাম আদালত আইন ২০০৬ অনুসারে , প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত পরিচালিত হবে।
গ্রাম আদালতের উদ্দেশ্য :
১। কম সময়ে, অল্প খরচে স্থানীয়ভাবে ছোট ছোট বিরোধ দুুত নিষ্পতি করা;
২। দরিদ্র,অনগ্রসর,নারী,সুবিধাবঞ্চিত ও ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা ও বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করা;
৩। বিবদমান পক্ষসমূহের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পতি করা।
৪। বিরোধ নিষ্পত্তির পর বিরোধীয় পক্ষসমূহের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহবাস্থান সৃষ্টি;
৫। স্থায়ীভাবে বিরোধ নিরসন;
৬। উচ্চ আদালতে মামলার চাপ কমানো। এবং
৭। সামজিক ন্যায়্যতা ও সুশাসন সৃষ্টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস